আজকাল কি যে হলো
সবভুলে যাই।
মনে রাখার মনগোটা
খুঁজে কোথায় পাই।
সামান্য দিনের ব্যবধানে
ভুলে যাই মানুষ।
দেখেছি কোথায় সে ভাবনায়
হয়ে যাই বেহুশ।
চোখে চোখে দেখা হলে
হাসি দিয়ে চলে।
আমায় চিনেছেন কি ম্যাডাম
তারা আমায় বলে।
কিছু একটা মনে রাখতে
জপি বারে বারে।
ভরপেট খেয়ে এসে
আবারো বসি খাবারে।
রুমালেতে গিট্ দিয়ে
মনে রাখতে চাই।
লিখে রাখি কাগজপত্রে
যদি ভুলে যাই।
গিটের জায়গায় গিট্ থাকে
লেখার জায়গায় লেখা।
ভুলে চলে যাই আমি
হয়না কিছু দেখা।



২০-০৬-২০১৭ ইং ;
৫-ম আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা