কি সুন্দর লাগে গো সখী চাইয়া দেখো তুমি।
     এগো চাইয়া দেখো তুমি গো সখী
             চাইয়া দেখো তুমি।
বাল্যকালে লাগাইলাম গাছ গোবর মাটি দিয়া।
এগো কতোবড় এখন সেগাছ দেখো তুমি চাইয়া।
কতো ফুল কতো ফল ধরছে গাছের মাঝে।
গাছের ডালে কতো পাখী দুলছে সকাল সাঝে।
শাক্ দিলো, সব্জি দিলো, আরো দিলো ছায়া।
বাঁচাইয়া রাইখাছে মোদের অক্সিজেন দিয়া।
       শুন শুন সকল সখী শুন দিয়া মন।
লাগাইলে গাছ বাঁচাইলে গাছ তবে বাঁচবে জীবন।


০৮-০৬-২০১৭ ইং ;
২৪ ই-জ্যৈষ্ঠ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা