আকাশেতে কত তারা দেখি বসে রোজ,
মেঘাবৃত কালো রাতে পাইনা তাদের খোঁজ।
তাই বলে তারারা কি রহেনা সেথায়।
আমায় দেবেনা দেখা ভাবি যে বৃথায়।
ঝড় বাদলা আঁধার কালো যবে শেষ হবে।
ঝলমলিয়ে তারারা আবার দেখা দেবে।
যতোই কঠোর হউক রাত্রি কালো।
আকাশের তারারা দেখায় আলো।
দিনের আলোতে তাদের খুঁজেন কোন জন।
রাত হলেই তাদেরে বড়ো প্রয়োজন।


২০-০৬-২০১৭ ইং ;
৫-ম আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।
নিজ বাসভবন।