সময়
কারো কেনা নয়।
সে চলে
আপনার ছন্দে
আপনার গতিপথে।
সদাই ব্যস্ত,
সদাই কর্মরত,
সদাই চঞ্চল,
সদাই নির্ভয়।
      সময়
চলে আপন মতে ;
আপন মনে।
কখনো সদয়,
কখনো নির্দয়।
      সময়
বদলায় ; থেমে থাকে না।
নদীর স্রোতের মতো
চলে অবিরত,
একই সময়
দু-বার আসে না ।
যা আসে
সে তো নতুন।
যা যায়,
তা আর ফিরে আসে না।


০৬-০৫-২০১৭ ইং ;
২২শে বৈশাখ ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।