তুমি আসবে তাই
রয়েছি পথ পানে চেয়ে
সেই কাকভোর থেকে
দাঁড়িয়ে।


পূর্ব আকাশের রবি মামা
কখন পার হয়ে গেছে
সেই পশ্চিমের সীমা
ছাড়িয়ে।


বারে বারে আমি
উঁকি মেরে দেখি
তুমি এসেছ কি
মোর দুয়ারে।


মনে হয় বুঝি
এই তো আসিলে
ছুটে যাই হেথা
উৎসাহের জোয়ারে।


আকাশের পানে
চেয়ে চেয়ে দেখি
তাকিয়ে হাসে
সন্ধ্যাতারা।


আসবে কি তবে
এপথ ধরে আজ
ভেবে ভেবে হই
দিশাহারা।


এক বুক ভরা
নিরাশার বোঝা নিয়ে
যবে চলে যাই
মোর ঘরে।


সেই ক্ষনেই তুমি
আসিলে হেথায়
গাঁয়ের এ পথ
ধরে।


১৬-০৫-২০১৭ ইং ;
১লা জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।