গ্রামের নাম সেই বড়হল্দি।
কাগজেপত্রে রাধামাধব পুর।
ত্রিশ বছরের ব্যবধানে বাকি
সব কিছুর ঘটেছে ফেরফার
পরিবর্তন। ঘরবাড়ি -রাস্তাঘাট, স্কুল।
যারা যুবক ছিলো,এখন বৃদ্ধ। আবার
বৃদ্ধদের হয়েছে কৃষ্ণপ্রাপ্তি । হাতে
গুনা কিছু যানবাহন চলতো রাস্তায়।
এখন অগুনিত। নতুন নতুন ছেলেমেয়ে
দলেদলে হৈচৈ করে চলে রাস্তা দিয়ে।
প্রাইভেট টিউশন বৈকি।যে মেয়েটি
একসময় কিশোরী ছিলো, শার্ট স্কার্ট
পড়ে দাদাদের সাইকেল চালিয়ে ;
সারা পাড়াময় দাপিয়ে বেড়াতো,
সে এখন মাঝবয়সী স্কুল শিক্ষিকা।
জীবিকার কারণে শান্ত, গুরুগম্ভীর।
সময় সবকিছুর করছে পরিবর্তন ।


২৫-০৬-২০১৭ ইং ;
১০ - আষাঢ় ,  ১৪২৪ বাং ;
দশদা-কাঞ্চনপুর ;উত্তর ত্রিপুরা।
স্থান-পিত্রালয়।