কোকিল পাখি,কোকিল পাখি
কেন এতো  ডাকাডাকি!  
কোথায় বসে ডাকো খুঁজি
মনটা কেড়ে নেবে বুঝি।
রঙটা তোমার বড্ড কালো
বাঁকা ঠোঁটে সবুজ আলো।
গলা তোমার অতি মিষ্টি,
পরের বাসায় কেন দৃষ্টি।
স্বার্থপর ও নির্দয়া মা,
কাক-এ পালে তোমার ছা।
কা-কা কি ডাকে কভূ
মায়ামমতায় রাখে তবু!
পেলে পুষে বড় করে,
কুহু সুরেই গান ধরে।
উড়া শেখায় ডানা মেলে,
বাঁচার যোগ্য করে তুলে।
নির্দয়া মা সুযোগ খুঁজে
নিয়ে যাবে চোখটি বুজে।
কাকের ঘর উজার করে,
উড়ে চলো গান ধরে।
শূন্য ঘরে হায় নাই ছা!  
কাক মা কাঁদছেন কা কা।
পক্ষীসমাজে ওজন কার,
কাক মা ; না কোকিল মার?


১৪-০৫-২০১৭ ইং ;
৩০ শে বৈশাখ ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা