'মোরা'এলো 'মোরা' গেলো;
এবার নামিল বুঝি বরষা।
ছাতি হাতে নিয়ে চলো ;
বৃষ্টির নেই আজ ভরসা।


কি অপূর্ব রূপ লাবণ্য,
চেয়ে দেখো ঐ গগন পানে।
ক্ষণে ক্ষণে হেসে উঠে,
আবার কেঁদে চলে ক্ষণে।


যাবে যখন একা একা;
ঐ মেঠো পথ ধরে।
শক্ত হাতে ধরো ছাতি,
তোমার ঐ মাথার 'পরে।


বিপদ প্রতি পদেপদে ,
ভয়াল পিচ্ছিল পথ খানি।
তারি মাঝে তুমি ওগো
সদা সতর্ক রবে জানি।


তবু মোর অবুঝ মন
কোনো মানা কি  মানে।
যাবার বেলায় বলে রাখি
সব সময় থেকো সাবধানে।


০৩-০৬-২০১৭ ইং ;
১৯ ই-জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা