তোমাকে বলবো আমার
         মনের কথা।
কতো দিবসের তিলে তিলে
পুঞ্জিভূত অন্তরের অন্তস্থলের
             সে বারতা।
তোমার আগমনের দীর্ঘ প্রতীক্ষা ;
শুভক্ষণে তুমি এলে পরম উৎসাহে।
মনে মনে রচিলে কত গাঁথা; না জানি
      কোন গোপন সে বারতা।
স্তরে স্তরে সাজানো আমার সে কথা
        আর বলা হলো না।
ওরা এলো, অবাঞ্ছিত জঞ্জালের মতো
                অসময়ে।
কেড়ে নিলো হিসাবের মূল্যবান সময়টুকু
লুটে রাজের মতো,ফিরিয়ে দিলো না।
দীর্ঘ সময়ের সেই প্রতিক্ষার আর
        অবসান হলো না।
     কথা বলা আর হলো না।


১৫-০৬-২০১৭ ইং ;
৩১ ই-জ্যৈষ্ঠ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা