কাজের মেয়ে কাজ করে
ঐ ভোর থেকে রাত ধরে।
নেই কো ছুটি, আছে ছাটা
ত্রুটি হলেই পড়ে ঝাটা।
পরের ঘরে মরে খেটে,
ঠান্ডা বাসী খাবার জুটে।
মালিক মাসি হিসাব ধরে,
অসুস্থে ছুটি নিলে পরে।
অলস স্বামী ঘরে বসে,
কৈফিয়ৎ চায় অবশেষে।
সারাদিন কোথায় ছিলি,
এখন তুই ঘরে এলি।
মুখ খুললেই পড়ে পিঠে
কেঁদে কেঁদে রাতি কাটে।
আবার ভোরে রান্না সেরে,
কাজে যায় দৌড়ে দৌড়ে।
হাসিমুখে ফিরে এসে,
তোয়াজ করে পাশে বসে ।


২৫-০৫-২০১৭ ইং ;
১০ই-জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।