যতোই উপমা দেই
দুধের মতো সাদা।


তাসত্ত্বেও দুধটা এতো
সোজা নয় দাদা।


গাভী হতে দুধ দোয়ানো
কঠিন ব্যাপার।


লাথিটা যে খেয়েছে
সে বুঝেছে অপার।


গরমেতে দেরি হলে
দুধে দেয় ফাটা।


কেউ খায় ছানা তুলে
কেউ খায় মাঠা।


বাচ্চাদের দুধে গন্ধ
বুড়োদের গ্যাস।


বেশি জ্বালে উপচে পড়ে
পরিষ্কারে ক্লেশ।


টিম্ টিম্ স্টিম দিয়ে
চলে যাই যখন।


গন্ধ পেয়ে ছুটে আসি
পুড়ে ছাই তখন।


পুড়া পাত্র সাফাই করতে
মাথায় ঘাম ঝরে।


দুধে এতো ঝামেলা তবু
রাখতে হয় ঘরে।


১৭-০৬-২০১৭ ইং ;
2 য় আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা