হে মানুষ নামধারী জীব-
বিশ্বের আশ্চর্য সৃষ্টি,
সর্ব উৎকৃষ্ট প্রাণী।
বুদ্ধি বৃত্তির জোরে
অন্য জীবকুল থেকে
তুমি অনন্য, পৃথক।
পঞ্চইন্দ্রিয় আর বুদ্ধির
দাপটে জল, স্থল, অন্তরিক্ষ
আজ তোমার দখলে।
এই বিশ্ব পৃথিবীর রূপ,রস,
গন্ধ, বর্ণ, স্পর্শের আস্বাদনে
তুমি নিমগ্ন।আরো বেশি
প্রয়োজনে হণ্যে হয়ে
ঘুরছো চরকির মতো।
অর্থ, বিত্ত, প্রতিপত্তির
পেছনে চলছে ঘোড়ার দৌড়।
ব্যাঘাতে বাধছে বিবাদ,
সাফল্যে অহংকার,বিফলে
হিংসা;আরো কতশত বিপত্তি
চলে অবিরাম। হে মানুষ! নেবে
কি কিছু সাথে? না-না কিছুনা!
সারা জীবনের সব হিংসা,
অহংকার, বিবাদ চুল্লীর
পঁয়তাল্লিশ মিনিটেই
শেষ হয়ে যাবে।


১০-০৬-২০১৭ ইং ;
২৬ ই-জ্যৈষ্ঠ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা