চলো যাই ঘুমের দেশে
যেখানে বসে নিত্য নতুন
স্বপ্নের হাট। যে হাটে ভীন -
দেশীয় সব স্বপ্নের ব্যাপারী
নানা রঙের স্বপনের পসরা
সাজিয়ে রেখেছে স্তরে স্তরে।
যতো মন মাতানো স্বপনের
ডালি। দিনের আলোতে যার
পাইনা দেখা। রাতের আঁধারে
ফুল ফোটে। চলো, দুইহাতে
কুড়িয়ে নেবো স্বপ্বের কুড়ি।
স্বপ্নের ভেলায় দোলে দোলে
ঘুরে বেড়াব স্বপ্নের রাজ্যে।
চলো, ক্ষণিকের তরে মোরা
হারিয়ে যাই স্বপ্নলোকের
অতল সাগরে।



১৮-০৬-২০১৭ ইং ;
৩-য় আষাঢ় ,  ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা