জানিনা, কেন বারে বারে
হয় ছন্দ পতন।
জীবনপথে
চাওয়া পাওয়ার
মাঝখানে
এক সাগর ব্যবধান।
মাঝি আজ ক্লান্ত
পারাপারের তরে,
আর কত বাইবে
দাঁড়, সেই সকাল
থেকে সন্ধ্যা।
কত ঢেউ আছড়ে
পড়ে, কত জোয়ার
ভাঁটার টানে। কন্ঠে
তার নেই আজ
কোনো গান। এ কোন
বেলা আজ এলো,সদা
অভিমান, আত্মাভিমানে
জর্জরিত, ভুল হয়
শুধু বারে বারে।
ক্ষমা কর, এ অধমেরে,
তবে পারবো না
কথা দিতে, হবে না এমন।
কিছু খামখেয়ালিপনা
আগ্রাসে গিলছে আমায়।
এটাই সত্যি। মরে গেছে
অনুভুতি টা। তোমার তো
তা নয়। তাই তো বয়ে
চলছো দুঃখ কষ্ট । শেষ হয়ে
যাচছ কুরে কুরে। যদি ও
অনেক দেরি হয়ে গেছে,
তবুও বলি শুভ জন্মদিন।
আসুক বছর বছর সুখের
সাগরে ভেসে ভেসে
    "" ৬-ই এপ্রিল""।
            তখন
মাঝি যেন ফিরে পায়
হারানো সেই সুর।
বাইতে পারে যেন তরি
পুনরায় পুনঃ উদ্দামে।
চাওয়া পাওয়ার মাঝে
ফাঁক যেন হয় শূণ্য।
আমি যেন সময়েই
গাইতে পারি
Happy Birth day to you.
        ...........................


৭ ই এপ্রিল ২০১৭ ইং,
ধর্মনগর, উত্তর ত্রিপুরা।