জামাইষষ্ঠী তাইতো আসলো,
মেয়ে ও জামাই।


শ্বশুর শাশুড়ি শালা শালির
আনন্দের শেষ নাই।


কি কি পদ রান্না হবে,
তার ফর্দ  তৈরি করে।


ডেকে দিল শাশুড়ি
বৌমার হাতে ধরে।


বৌ রাঁধে পঞ্চ ব্যঞ্জন
করে পরিপাটি।


ভুরি ভুজ খাচ্ছে জামাই
আঙুল চাটি চাটি।


সবাইকে খাইয়ে দাইয়ে
বৌ যখন খেলো।


মাংসের ঝোল, ভাঙা মাছ
তাইতো শুধু পেলো।


জামাই বাবু ঘুমিয়ে পড়লো
মাথায় দিয়ে কুশন।


বৌমা মাজছে তখনো
জামাই'র এঁটো বাসন।


জামাই সুখে নিদ্রা গেল
চর্ব্য চূষ্য খেয়ে।


বৌমা'র চোখেরজল
পড়ে গাল বেয়ে।


আমি যদি জামাই হতাম
বৌমা বসে ভাবে।


না,পরের জনমে জামাই নহে
বৌ ষষ্ঠীই হবে।


৩১-০৫-২০১৭ ইং ;
১৬ই-জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা