সুখের দিন ফুরিয়ে
বোঝা হলো সে আজ।
মাত্র নয় বছরে ,যখন
পুতুল খেলার বয়স,বঁধুয়া সেজে
ধরেছিল সংসারের হাল।নিজ
কর্মগুনে শূন্য সংসার কানায়
কানায় পূর্ণ করেছিলো। স্বামী,
সন্তান,বঁধু,জামাই, নাতি-পন্তী,
আটত্রিশ জনের বোঝা
একাহাতে সামলেছিলেন।
পায়ের তলায় শক্ত মাটি।
মাথার উপর ছাদ। হাতে-
পায়ের কর্ম ক্ষমতায় ;সে
পরিপূর্ণ সংসারী। আজ
বয়সের ভারে,রোগের
প্রকোপে হারিয়েছে
কোমরের কর্মক্ষমতা।
ডাক্তার নিরস্ত্র। নিয়েছে
শয্যা। যে মানবি
সংসারের বোঝা একহাতে
তুলেছিল এতোদিন। আজ
সারা সংসার একত্রে তাঁর
বোঝা বইতে খাচ্ছে হিম্ সিম্।
বিধাতার এ কি নিঠুর  পরিহাস।



২৫-০৬-২০১৭ ইং ;
১০ - আষাঢ় ,  ১৪২৪ বাং ;
দশদা-কাঞ্চনপুর ;উত্তর ত্রিপুরা।
স্থান-পিত্রালয়।