আকাশপথে ঘন কালো মেঘ
ঘুরছে ভীষণ।
এসো নেমে প্রবল বেগে
করো বরিষণ।


আমি ধরণী'পরে রয়েছি দাঁড়িয়ে
শূণ্যের পানে চেয়ে।
আয় আয় বৃষ্টি আয়
আমার কাছে ধেয়ে।


তব বারি ধারায় সিক্ত করিব
মোর দেহ খানি।
চাতকীর মতো রয়েছি চাহিয়া
সেথায় কতনা জানি।


আমার দুঃখ বেদনা যতো
অশ্রু ধারায় শেষে,
একাকার হতে চায়
তব বারির সাথে মিশে।


আমার নয়নের ধারা নাও গো তুলে
তোমার প্রতি বিন্দুতে।
দুঃখ বেদনা নির্বাসিত করো
ঐ মহাসিন্ধুতে।


  
২৮-০৫-২০১৭ ইং ;
১৩ ই-জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা