কাঁচা আম খেতে চাই,
কোথায় সে ধন পাই ভাই।
পাশের বাড়ীর বড় গাছে,
থোকায়থোকায় আম আছে।
চুপিচুপি গেলাম যখন,
ঘুমে কাতর সবাই তখন।
রাতের আঁধার কাটে নাই,
একটি বাঁশ খুঁজে পাই।
হাতে নিয়ে দিতেই খোঁচা,
পড়লো আম এক গোছা।
বাঁশের ভিতর কালো ভ্রমর,
হাতে আমার মারলো কামড়।
বিষের জ্বালায় জ্বলে মরি,
ঢিল দিয়ে ফেললাম ছড়ি।
দরজা খুলে আসছে তেড়ে,
গাছের তলায় কে এ-রে?
হায়রে এখন কি করি,
পড়বে ধরা আমার  চুরি!
আম কুড়িয়ে নিলাম হাতে,
মিশে গেলাম গুড়ার সাথে।
ভয়ে হলাম আধ খান,
কি করে বাঁচাই প্রাণ।
চোরে মালিকে লুকোচুরি,
খেললাম কত ঘুরিঘুরি
না পেয়ে কারো দেখা,
চলে গেলো বেটা বোকা।
এক পা দুই পা করে,
চলে এলাম নিজের ঘরে।
           ----------


০৮/০৫/২০১৭ ইং
২৪ শে বৈশাখ ১৪২৪ বাং
ধর্মনগর,উত্তর ত্রিপুরা।