আজকালকার ছেলে ছোকরারা কি যে করে ছাই
লাজলজ্জা ডর ভয় মোটেই তো নাই।
খায়দায় ঘুরে বেড়ায় বাবার হোটেলে,
লাট্-সাহেব মনে হয় হাবভাবের স্টাইলে।
বাইকগুলো এমন ছাড়ে যেন পক্ষীরাজ ঘোড়া
উনিশ থেকে কুড়ি হলে দেখবে যমেরদোরগোড়া
বড় বড় ক্যামেরা হাতে দেখায় কত ঢং,
কি যে ভীষন চুলের কাটিং; ভয়ানক তার রং।
যেমন তার দাড়িগোঁফ ; তেমন পোষাকের বাহার,
নিজেকে ভাবে সদা বলিউডের স্টার।
বাপমায়ের অর্থের নাহি কি অভাব?
যত চায় তত দেয়, না চেয়ে জবাব।
হইহুল্লোড় হাসি-ঠাট্টা করে চলে শুধু ,
সর্বদা অনুসন্ধান করে চলে মধু।


৩০-০৪-২০১৭ ইং,
যোগেন্দ্র নগর,আগরতলা।