গতকাল  ছিল অতীত
আগামীকাল অনিশ্চিত
আজ আজই  জেনো
অতি সুনিশ্চিত।


কি ছিলাম কাল অাহা
না ভাবিও বেশি।
আজই লুটে নাও
আজকের খুশি।


কি হবে কাল যতো
ভাবি বসে বসে।
অজস্র কথার মালা
পড়ে খসে খসে।


আজিকার কর্ম যদি
আজই শেষ হয়।
ভবিষ্যৎ কালে তবে
কষ্ট নাহি রয়।


তাই বলে ভবিষ্যৎ
বেশি না ভেবে।
যখন যা হবে
তখন তা দেখা যাবে।


সময়ই বলে দেবে
সময়ের সে কাজ।
ভবিষ্যৎ বলে বলে
কেন নষ্ট আজ।



২৫-০৫-২০১৭ ইং ;
১০ই-জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা।