সুখের সান্নিধ্যে এলে ভুলে যায় মানুষ আগামীর ভাবনা!
ভাবে, এভাবেই কেটে যাবে বুঝি স্বপ্নময় অনন্য সময়!
তাই, বর্তমানকে ভালোবেসে লালন করে ক্ষমতার বলয়!
পরিচর্যা করে তার অন্যায্য আস্ফালন-প্রশান্ত জমিনে!
কালের পরিক্রমায় চিহ্নিত হয়ে যায় ইতিহাসের পৃষ্ঠায়।
মুক্ত বাতায়নে ছড়িয়ে দিতে চায় জালিমের মত আতঙ্ক!
বাঁচার স্বপ্নকেই কষ্টসাধ্য করে তুলে রাত-দিন নিরন্তর!
আলোকে পাঠাতে চায় অন্ধকার গহ্বরে দম্ভের প্রতাপে!
হাসে-অট্টহাসি! সাময়িক বিজয়ের আনন্দে নির্ভাবনায়;
উল্লাসে ফাটে কাল্পনিক স্বর্গের আঙিনায় আত্মম্ভরিতায়!
অথচ, আমরা কেউই জানি না, কি হবে আগামীকাল!
পার্থিব মোহে বিসর্জন দিতে থাকি! মুক্তির সব অর্জন!
নিজের অজান্তেই ঘৃণ্য হয়ে উঠি বিশ্বের জনপদ জুড়ে,
ভাবি না মোটেও, বিচারের দন্ড হাতে স্রষ্টা অপেক্ষমান।