মধ্য জমিনে লেগেছে আগুন
ছড়াবে বিশ্বময়!
বিজয় মাল্য জুটবে না, হবে
মানুষের পরাজয়!


ভোগবাদী গড়ে ধর্মে বিভেদ
আপন স্বার্থ তরে,
সৃষ্টি তত্ত্ব ত্যাজীতে মত্ত্ব
শনিদের হাত ধরে!


রাজাসন পেতে কুশীলব মাতে,
সম্প্রীতি ভাঙ্গে ছলে!
দেখে যাও এসে আমাদের দেশে
সম্প্রীতি কাকে বলে।


আমরা যাদের ভাবী মহাজন
ওরা করে কৌশল,
রাতের আঁধারে গড়ে তোলে ওরা
ঐক্য ভাঙ্গার দল!


ক্ষণ প্রভা এই জীবনের তরে
কত করি আয়োজন,
কত করি শোর, ম্লাণ করে ভোর,
তবুও হবেই মরণ!