আমাদের দু’টি বোন
শনি আর রাহু,
দুই জনে বেঁধে রাখে
মায়ের দু’বাহু!

কেউ যায় ডানে আর
কেউ যায় বাঁয়,
হঠকারী করে তবু
নেয় না তো দায়!

কেউ করে চুরিদারী
কেউ করে খুন,
আর সব ভাই-বোন
খেয়ে মরে চুন!

সত্যের সাথে কেউ
করে না আপোষ,
ওদের কারণে সবে
করে যায় উপোষ!

দু’বোনের পোলাপান
করে লুট-পাট!
ঝগড়া-বিবাদ করে
বেঁধে আট-ঘাট!

দু’জনই ঘুরিয়ে রাখে
নিজেদের মুখ,
এই ভাবে আসবে না
সংসারে সুখ!

কেন করে এ রকম
বুঝি না কারণ,
হে খোদা দয়াময়
করে দাও আপন।