দূরের হিসাব না কষে বন্ধু
বসেছ দাবার ছকে,
যাদুর চেরাগ পেয়েও কিন্তু
যেতেও পারো ঠকে!

নগদের বেলা বড়ই সেয়ানা
বাকির খাতাটা শূন্য!
জবাবদিহিতায় করলে হেলা
কাঠগড়ায় রবে দৈন্য!

উড়িয়ে ঘুড়ি, সুতার কমিতে
যাবে তুমি কত দূর!
কিছুটা সময় পার না হতেই
বাজবে শোকের সুর!

মাটির মোহ, করেছে উতলা
বিদ্বেষে হয়েছো দগ্ধ!
লোভের প্লাবনে হয়েছ ক্ষিপ্ত
নয় কেউ আর মুগ্ধ!

সুখের সাগরে করিয়া সন্তরণ
দুঃখ গিয়েছো ভুলে!
আগামীর তরে সঞ্চয় কি বা
দেখে নাও খাতা খুলে।