রোবটের দেশে পাকা পাকা কেশে
কেন রবে তাত্ত্বিক বিরক্তিকর বেশে!
দিগন্ত পার কর তারে মিরজাফরের নাতি;
আহা কি আনন্দ! এসো উৎসবে মাতি!


ধর্ম নাকি বিভেদ গড়ে “মানুষের” মাঝে!
নতুন সমাজ নাকি ভরে দেবে ওরা রসে!
তবেই উঠবে নাকি গড়ে মহান এক জাতি!
আহা কি আনন্দ! এসো উৎসবে মাতি!


অনাদীকালের তৃষ্ণা তোমার, মিটিবে কি আশ?
সময়ের বাঁকে খুন হয় ভ্রুণ! ভাগ্যের পরিহাস!
স্বপ্ন পূরণে তবু তরণী ভিড়াও উল্লাসে রাতারাতি
আহা কি আনন্দ! এসো উৎসবে মাতি!


মাদকানন্দে ভাসে বাঁদরের দল মিলে-ঝুলে
মানে না বারণ! শালীনতা যায় পায়ে দলে!
আষাঢ়ের বর্ষণে ধর্ষণ করে বুয়াকে সুসভ্য পতি!
আহা কি আনন্দ! এসো উৎসবে মাতি!


আলো চাও প্রিয় তবু আঁধারের করো চাষ!
হৃদয়ের কাছে প্রশ্ন করো, তোমার কি অভিলাষ!
আত্মার চাও না মাগফিরাত, জ্বালাও মোমের বাতি!
আহা কি আনন্দ! এসো উৎসবে মাতি!