পাগলা ঘোড়ার দাপটে
ঘর ভাঙ্গা ঝড় সাপটে
কি লিখেছেন মহান প্রভূ
ঘর পোড়াদের ললাটে!


অগ্নিগিরির লাভার মত
প্রাণ কেড়ে নেয় শত শত,
জবাবদিহির নেই তো বালাই
হোক না যত অশ্রু গত!


কানা মাছি খেলার মত
হাত উপরে শিরটি নত,
নোটিশ ছাড়াই যখন তখন
প্রাণ ভোমরা হচ্ছে মৃত!


নিঠুর খেলার নেই যেন শেষ
বেঁচে থাকার নেই পরিবেশ,
মরণ কামড় দিচ্ছে পামর
এই কি সোনার স্বাধীন দেশ!


হায় বিধাতা কেমন প্রথা!
বান্দা তোমার পায় যে ব্যথা,
আর কত দিন করবে পরখ;
এমন ধরা চাই না দাতা!