রক্ত দিয়ে কিনেছি স্বদেশ;
নয় কারও অনুদান,
ভালবাসা দিয়ে রাখতেই হবে
স্বাধীনতার সম্মান।


ভোগের লালসা সংযত করে
ত্যাগের নজির গড়ি,
বিলাসিতা নয়, কৃচ্ছতা দিয়ে
সত্য আঁকড়ে ধরি।


হিংসা-দ্বেষকে পরাজিত করে
এ মাটিকে ভালবাসি,
মানুষের প্রতি বিশ্বাস রেখে
প্রাণ খুলে এসো হাসি।


এ মাটি আমার; কামার-কুমার
সকলেই নাগরিক;
যে করে ঈর্ষা, বন্ধু সে নয়,
শতবার তাকে ধিক্।


স্বদেশের মাটি সবচেয়ে খাঁটি
নিরাপদ আশ্রয়;
যার আছে দেশ, সেই তো বিশেষ;
আছে তার পরিচয়।