ছেষট্টিতে শূন্য থেকে
এক হয়েছে যোগ,
ছিয়াত্তরে নয় থেকে ছয়  
স্বার্থহানির রোগ!


পড়শী আমার আরশপতি
হিসেবটা তাঁর পাকা,
সফটওয়ারে থরে থরে
সবই আছে রাখা।


ঋতু চক্র বিচিত্র রূপ
পায়নি একা একা,
মহারাজার পরশ বিনে
অচল জীবন চাকা!


অহমপ্রিয় ফানুস উড়ে
আরশ ছুঁতে চায়!
রং বাহারি স্বপ্ন নিয়ে
দিগ্বিজয়ে ধায়!


অল্পতে যে তুষ্ট তাঁহার
হৃদয় শীতল জল,
সুখের সোপান হাতছানি দেয়
খোদাই তাঁহার বল।