অনেক সত্য রয়ে যায় অগোচরে
দেখে না আলোর মুখ!
চেতনাকে শাণিত হতে দাও-
প্রসারিত হোক দিগন্ত জুড়ে।
শব্দকোষ সজীবতা ফিরে পাক,
সমৃদ্ধ আর ঐশ্বর্যশালী হতে দাও তাকে।
কেননা, অবরুদ্ধ চিন্তার জগতও
সুপ্ত আগ্নেয়গিরির মত বিস্ফোরিত হয়!


সুখও আপেক্ষিক, নিঃশর্ত নয়;
তোমার অনৈতিক বিজয়
অস্থায়ী শান্তির পরশ বুলিয়ে গেলেও,
স্থায়ী ভাবেই পরাজিত হবে তোমার
আদর্শিক উত্তরাধিকার!
বংশপরম্পরায় ওরা জানাবে ধিক্কার!


যতই তুমি আলোর বিকল্প খোঁজ না কেন,
তার স্বরূপ কেবলই মরীচিকা বৈ কিছু নয়!