মুক্তির আনন্দ যদি
তরঙ্গে ছড়াতো,
আলতো করে তারে
ছুঁয়ে দিতাম।


আশার আলোক যদি
আঙ্গিনা মাড়াতো,
বিহঙ্গ হয়ে তার
স্পর্শ নিতাম।


রঙিন পুষ্প যদি
সুগন্ধি বিলাতো,
ভ্রমর হয়ে মধু
শুষে নিতাম।


স্বপ্ন সত্য হলে
যন্ত্রণা ফুরাতো,
শান্তির শীতলতা
সবাই পেতাম।