দ্রোহের ঐতিহ্য বিপ্লবের গন্ধ ছড়ায়;
বঞ্চিত মানুষের ইচ্ছেগুলো এক সময়
দুর্বার হয়ে মুক্তির মিছিলে দাঁড়ায়।
যেমন করে দাঁড়িয়েছিল শহীদ বর্ণসেনা,
যেমন করে দাঁড়িয়েছিল বীর শ্রেষ্ঠরা।


যতই বিলাসীর রঙে রঞ্জিত হয়ে উৎসবে মাতি,
রফিক, সালাম, জব্বার, বরকতদের অবদান
এক সময় কাঁপন তুলবে শিরায় শিরায়!
মুক্তির আকুতি বিবর্তিত হবে বজ্র নিনাদে,
যেমন করে হয়েছিল বায়ান্ন-একাত্তরে।


সময় কথা বলে ইতিহাসের সুরে সুরে;
আকাঙ্খা বাসা বাঁধে বর্ণালী স্বপ্নচুড়ায়!
প্রয়োজনের প্রেরণায় উত্তপ্ত হয় রাজপথ!
সুপ্ত বাসনা ক্ষুব্ধ হয়ে শ্লোগানের ভাষা পায়,
ইতিহাস সামনে এসে মুক্তির পথ দেখায়।