কেন এ জীবনটাকে করেছি লালন!
এক আকাশ শূন্যতা করেছি বরণ!
ভালবাসা! মরীচিকা; করছে দহন!
চেয়ে আছি সেই পথে যে পথে গমন।


সোনালী অতীতও কেন করে উপহাস!
এ কি কর্মফল, নাকি ভাগ্যের পরিহাস!
বেদনার বালুচরে হাসিছে অরণ্য!
জীবনে পারিনি হতে কখনো বরেণ্য!


বর্ণিল সুখ শুধুই তোমাদের জন্য;
গড়েছো সুরম্য কত স্বর্গ অনন্য!
মন্ত্রণা করে তুমি ছিনেছো প্রাধান্য!
আমাকে করেছো হেয়, বেদামী-নগন্য!


ফেলে আসা পথরেখা, হয়েছিলো যেথা দেখা;
হয়তো ভালবাসা ছিলো না ললাটে লেখা,
তোমার রচিত পথে হয়তো চলিনি বলে
জীবনের জয়গান হলো না শেখা!


নিয়মের সাথে তুমি করছো ছলা-কলা!
লালিত স্বপ্ন কথা কখনও হয়নি বলা,
সুগন্ধ শুষে নিয়ে করেছো অবহেলা
এবার এসেছে আমার যাবার পালা