শূন্য থেকে এসেছিলাম
শূন্যে যাব চলে!
পার পাবো না জিন-মানবে
এই কথাটি বলে।


প্রতি কাজের হিসাব-নিকাশ
নিবেন আল্লাহ্ পাক,
জীবন থেকে হাশর দিনে
ঘুরবে যখন বাঁক!


এই দেহটা মাটির ভিতর
পচে গলে যাবে,
নইলে ভস্ম হবে চিতায়
আগুন যখন দিবে।


ভাবতে হবে আত্মা নিয়ে;
কোথা থেকে এলো!
নিথর দেহ ফেলে রেখে
কোথায় চলে গেল!


নিয়ম ছাড়া হয়নি কিছুই
ভাবো কে তার স্রষ্টা,
অবিশ্বাসী শাস্তি পাবেই
পাবে ভ্রষ্ট-ভ্রষ্টা।