মাটি দিয়ে গড়া দেহ, মাটি বলে জানি
তাই তো মায়ের মত মাটিকেই মানি,  
মাটির পৃথিবী জুড়ে কত মুক্তো-মনি;
মাটির গর্ভেই থাকে সম্পদের খনি!
মাটিতেই আছে জল, যাতে বাড়ে বল,
মাটির পরশে পাই মায়ের আঁচল;
কত কিছু জন্মেছিল মাটির অতল,
হীরা বা কয়লা বলো, অথবা পিতল।


যা কিছু রয়েছে আরো মাটির উদরে,
সৃজন করেছে খোদা মাটির উপরে;      
সোনালী ধানে আর ফুলে ফলে মাটি,
মাটির এ পৃথিবীটা বড় পরিপাটি;
শেষের বিছানা হবে মাটিরই ঘর!
মাটিতেই মিশে যাবে, মাটির এ ধর!