আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সুদুর প্রসারী চিন্তার অধিকারী এবং অত্যাচারী শাসক-শোষক গোষ্ঠীর বিরুদ্ধে যেমন খড়গ হস্ত তেমনি  আন্তর্জাতিক আগ্রাসী শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী কলমযোদ্ধা। তাইতো বৃটিশ সাম্রাজ্যবাদীদের বিরুেদ্ধ তাঁর লেখা "কান্ডারী হুশিয়ার !" কবিতার নিম্নোল্লিখিত তিনটি লাইন যেমন-
কান্ডারী ! তব সন্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর !
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়,ভারতের দিবাকর !
বাদ দিয়ে যে কবিতাটি দীপ্যমান তাই  ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য হুবহু প্রনিধানযোগ্য। কবির কবিতা গুলো কালজয়ী হয়ে এখন ও আমাদের মাঝে উদ্ভাসিত।