আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের কবি মনের আবেগের অনেকটা জায়গা দখল করে বসে আছেন। তাঁর জীবনটা ছিল সংগ্রামের। তিনি তাঁর জীবনটাই শুরু করেছিলেন প্রায় অভিভাবকহীন অবস্থায়,  ফলে তাঁর জীবনের গতি পথটা মসৃণ ও নির্বিবাদ ছিল না। অথচ তাঁর হৃদয় টা ছিল এতই বড় যে সেই মাপের হৃদয়কে ধারণ করার মত সামাজিক পরিবেশ ছিল তখন অনুপস্থিত। যে কারণে তাঁর মন-মেজাজ, আচার-অাচরণ নিয়ে ছিল অনেকের মাঝে এক ধরণের উষ্মা। এ রকমই একটা ঘটনা ঘটেছিল ভারত বিভক্তির পর। তখন কবি ভীষণ অসুস্থ, তৎকালীন ভারত সরকার কবির সুচিকিৎসার ব্যাপারে ছিল দারুন উদাসীন। নিরুপায় কবি'র বড় ছেলে এসেছিলেন বাংলাদেশে(তৎকালীন পূর্ব পাকিস্তানে)। তিনি ময়মনসিং সহ কয়েক স্থানের অনেককেই অনুরোধ করেছিলেন কবিকে এ দেশে নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় তাঁর ধর্মীয় পরিচয় কে তখন প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। তাদের বা তাদের মত সবাই কে আমি কবির ধর্মীয় পরিচয় পাবার জন্য তাঁর রচিত "এক আল্লাহ্ জিন্দাবাদ' কবিতটি পড়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করব।