শরতের শেষে আসছে হেমন্ত। কমে আসছে বেয়ারা সূর্যের প্রখরতা, বৃষ্টি-বরষার দীর্ঘ বিরতির শুরুতেই কার্তিকের কোমল আবহাওয়ার মাঝে মেঘ মুক্ত নীলাকাশে ভাসবে পূর্ণিমা চাঁদ। দারুন একটা কাব্যময় পরিবেশ ! তখন ও জনপদ থাকবে কুয়াশা আর শিশির মুক্ত। এমন কী হতে পারেনা, তেমন একটা মোহিনী রাতে খোলা আকাশের নিচে আমরা মিলিত হলাম একটা ব্যতিক্রমী কবি মেলায়। বাংলা কবিতা ডট কম তো ইচ্ছা করলে এমন একটা মহতী উদ্যোগ নিতেই পারে। যা নাকি হয়ে থাকতে পারে একটা অনুকরনীয় দৃষ্টান্ত ! কবিবন্ধুদের কী মনে হয় ?