কবিও মানুষ, তবে আর দশ জন থেকে একটু আলাদা। কবির পর্যবেক্ষণ আর উপলব্ধি তার অনুভূতিকে সাহসী করে। তার হাতের কলম সাহসী হয়ে যায়, যা অন্যের বেলায় তেমনটা প্রযোজ্য নয়। কবি বোঝে তার নশ্বর দেহ রেখে যাবে কিছু অবিনশ্বর কীর্তি। এ জন্য অবশ্যই তাকে বিবেক দ্বারা পরিচালিত হতে হবে। তবেই সে 'কবি' এবং সার্থক।