পিতা-মাতা ভিন্ন সত্ত্বা;
নয় কেউ সমান,
চরিত্র, বৈশিষ্ট, আকার,
কর্মেও ভিন্ন মান।


মোটেই জানে না শিশু
কে তার জন্মদাতা!
পিতারও একই হাল বটে;
জানে শুধু মাতা।


সন্তান মায়েরই গর্ভজাত;
পিতার কি অবদান?
তবু পিতারই মত হয়
আচরণে সেই সন্তান!


মায়ের আদরে বাঁদর হয়,
সততায় হয় বলীয়ান্;
পিতার বৈশিষ্ট সঞ্চারিত হয়,
হয় যদি তারই সন্তান।


দারুন জটিল খেলায় তবু
তৃপ্ত হয় দু’টি প্রাণ!
নিয়মের মাঝে অনিয়মও থাকে-
থাকে মান-অভিমান!


অনাবিল আনন্দের স্বপ্ন নিয়ে
গড়ে তোলে পরিবার,
অসৎ মানষিকতায় কভু ঘর
জ্বলে পুড়ে হয় ছারখার!


অগাছায় ভরে যায় ক্ষেত-খামার;
অসংযমের জঞ্জাল!
অশান্তির আগুন জ্বলে পলে পলে
জীবন হয় বেসামাল!


মৌলিকে ভরে না মনঃপ্রাণ;
নকলের মাঝে খুঁজি সুখ!
চোরাবালি কাছে টানে নিরন্তর,
পরিণামে বাড়ে শুধু দুখ!