আর কত? অনেক তো হ’লো!
অবিশ্বাসের দর্শন ফেলে এবার সত্য বলো।


ভরা জোয়ারের বেলা
বর্ষাকালীন জীবন, যেন অচল!
টাই-টুম্বুর খাল-বিল সমতল।
একবার ভাবো, সামনে চৈত্রের খরা;
বালুচরে মরীচিকা করবে খেলা,
কোথায় ফেলবে স্বপ্নের জাল!


একটু জিরিয়ে নাও;
এবার তোমার ফিরে তাকাবার পালা,
পোকা-মাকড়ে গ্রাস করে সব আশা!
আরশের দর্শনে মেলে ধরো চোখ
পরিণতি আছে লিখা,
ভালো করে পড়ে দেখো-
কি বলেন মহাকাল।


এখনই সময়;
জোয়ারের জলে ধুয়ে নাও নোংরা দিল,
অসময়ের অশ্রুপাতে এ শরীর হবে নীল!


দাবানল নেভানো যায়,
দ্রোহীর অস্তিত্বও গুম করা যায়;
কিন্তু অবাধ্য সময়কে
খুন করতে কে ছুঁড়বে ঢিল?