রক্ত ঝরা স্বাধীনতা
গণতন্ত্র চায় জনতা,
এখন বাতাস উল্টা বয়
মানবতার পরাজয়!

বলতে গেলে জেল-জুলুম
চলতে গেলে হচ্ছে গুম,
বদলে গেছে স্বাধীনতার
সংজ্ঞা-পরিচয়!

খাদ্য-খানা ভেজালময়
ঔষধ খেয়ে বাঁচতে হয়,
আজব দেশে বেঁচে থাকা
অতো সহজ নয়!

মদ-মাতালী করছে ক্ষয়
ছল-চাতুরীর হচ্ছে জয়,
ঈমান-আমান নৈতিকতার
চলছে অবক্ষয়!

প্রশ্নপত্র ও প্রকাশ পায়
দুর্নীতি টা রাষ্ট্র খায়,
স্বাধীনতা রক্ষা করবে
কোন সে মহাশয়?