মানুষই মানুষকে সংহার করে;
অথচ কেউই রব না অবশেষে
তবু ও খুনের নেশায় মাতে
জিঘাংসার বশে অথবা আক্রোশে!
উষ্ণ মরুর খর্জুর বাগান জুড়ে
অপবাদ দিয়ে যারে করেছিলে ক্ষত-বিক্ষত!
তাঁরই ক্ষমার মাধুর্যে ফুটেছিল জগতের আলো
গোলাপ চামেলী আর ডালিয়ার মত।  
এখনও ষড়যন্ত্র হয় সত্যকে সমাহিত করে
আপনার বিজয়কে তুলে নিতে ঘরে,
প্রতারণার ফাঁদে ফেলে মিথ্যে অপবাদ দিয়ে
খেলে যাও রাজনীতির নোংরা খেলা!
রক্তের স্রোতে ভাসিয়ে নাও
পাল তুলে দাঁড় টেনে এগিয়ে যাও
চির অভিশপ্ত ইহুদীর মত!
যারা খুন করে অবিরত
নারী শিশু সহ বিশ্ব মানবতা
অথচ বিশ্ব বিবেক নির্বাক সমবেত ভাবে।
পবিত্র রমজান মাসেও উন্মত্ত
দাবানলের মত হিংস্র, পাষন্ড!
তবুও কী ওরা জঙ্গী নয় ! সন্ত্রাসী নয় !
তবুও কী ওরা অসাম্প্রদায়িকতার প্রতীক?
তবে কী সকল বিশেষণ শুধু মুসলমানের তরে?
আর আমরাও অভাগা এমন,
আপনার হাত রঞ্জিত করি
আপন ভাইয়ের খুনে!