নীতির সাথে নেইরে প্রীতি
মিথ্যা নিয়ে রচে গান,
পড়তে হবে সেই ইতিহাস
কার কি কোথায় অবদান!


চশমা ছাড়া যায় না দেখা
কোথায় কাদের অবস্থান,
ছায়ার সাথে যুদ্ধ চলে
হয় নারে যার অবসান!


নিজের হাতে আঁকলে ছবি
করলে তারে মূর্তিমান,
ফসকে গেলে মচকে যাবে
পাগলা ঘোড়ার লাগাম খান!


পড়শি শশীর ডিঙ্গি খানি
বালির চরে হারায় প্রাণ.
বেঁধে রেখে বলির পাঁঠা
ধরতে চলে অভিযান!


কলমি লতায় ফাঁসি দিলে
আপন ঘরের পাতলা খান,
যার যা বোঝার বুঝে নিল
কার গোলাতে উঠছে ধান!