সিংহ শাবক বাড়ছে না আর
বাড়ছে বাঘের পাল,
সিংহ রাজা প্রমাদ গোনে
তাইতো চালছে চাল!


আপন মনেই সিংহ ভাবে
যায় যদি তার ক্ষমতা,
থাকবে কি আর মান সম্মান
ছাড়তে হবে রাজ্যটা!


তাইতো শেয়াল দাওয়াত পেল
সিংহ রাজার দরবারে,
সিংহ বলে পন্ডিত মশাই
ডেকেছি এক দরকারে।


দেখুন মশাই, ভোগ করতে
কার না মনে চায়,
রাজার মুকুট ছেড়ে কি কেউ
রাজ্য ছেড়ে যায়?


বুদ্ধি খাটাও রাস্তা বানাও
যেন সিংহাসনটা থাকে,
অমর হতে চাই যে মশাই
বাঁচাও স্বপ্নটাকে।


শেয়াল বলে রাস্তা আছে
মানতে হবে শর্ত,
বাঘের সংখ্যা কমে যাবে
পাবেন অমরত্ম!


শেয়াল ভাবে এই তো সুযোগ,
বললো মহারাজ!
বাঘের শাবক নিত্য খাবেন
এক ঢিলে দুই কাজ!


সিংহের দল ঝাঁপিয়ে পড়ে
বাঘ মামারা কুপোকাৎ,
বুঝতে পারে বাঘ মামারা
সিংহ করবে আত্মসাৎ!


জঙ্গল জুড়ে অমঙ্গলের
অশনি-সংকেত,
শেয়াল পন্ডিত মুচকি হাসে,
করবে বাজিমাৎ!