মিথ্যার অস্তিত্ব দিয়ে জ্বালিয়ে রাখো
অনাঘ্রাত জীবনের অনুজ্জ্বল বিকালের তাপ।
হোমের আগুনের মত জ্বালাও নিজেকে
বহুদিন আগে ভালাবাসা থেকে ফিরিয়ে নিয়েছো মুখ
কেটে গেল কতদিন?
আজও তুমি জানলে না ভালোবাসা কাকে বলে—
কিভাবে দেব তার প্রমান।
আমি জানিনা তোমার তত্ত্বকথা, দ্বিধাহীন মনে জন্ম নেয়
অবিশ্বাসের ছায়া।
একদিন ভেঙে যাবে তোমার নীরবতা
সে দিন কি তুমি ফিরে পাবে তোমার ভাঙা সংসার।
শরীর বেয়ে গড়িয়ে আসে দহন জ্বালা
কেমন করে আজ রেখে যাবো আমি
প্রতিশ্রুতির এই নীরব ঋণ..