কবি চিত্ত বিহারিনী এত নিষ্ঠুর কেন?
একটা দুপুর চেয়েছিলাম দিতে পেরেছ কি তুমি?
তোমার অবাধ্য চুল, রক্তের উষ্ণতা
বার বার ছুঁয়ে যায় আমার হৃদয়।
জানি তুমি কখন হবে না আমার
তবু তুমি থাকো....
বেঁচে থাকো ক্ষণজন্মা ফুলেদের মত।
আর এই ধূ ধূ মরুর বুকে মরীচিকা হয়ে
বেঁচে থাকো তুমি।
আমি জানি আমার নেই কোন পুনর্জন্ম
নেই কোন পরকাল।
মেঘেদের মত নিরুদ্দেশে ভেসে যাওয়ার আগে
আমি থাকতে চেয়েছিলাম সুন্দরের পাশে
তোমার স্পর্শেই জ্বলে ওঠে শিরায় শিরায়
বৈশাখের তুমুল দহন।
তবে কেন উন্মুখ আমার প্রান?
সব কিছু শেষ হয়ে যাবে একদিন
তবু তুমি থাকো.....
বেঁচে থাকো ক্ষণজন্মা ফুলেদের মত।