সারাটা বিকেল জুড়ে বিষণ্ণতা তোমার ছায়াপথে
আশা মুছে গেলে লোকে যে রকম অবসন্ন জীবন কাটায়।
কুয়াশার মত সে রকম বেঁচে থাকা তোমার
তোমাকে ছেড়ে চলে গেছে যে বিবাহিত পুরুষ
দ্রুতপায়ে অন্য অভিসারে..
প্রতি মুহুর্তে বেঁচে থাকার কষ্ট বেড়ে চলে।
রবিবারের বিকেল এলে তোমার স্মৃতিগুলো
তোমার হৃদয়কে দগ্ধ করে।
পৃথিবীর ভালোবাসা গায়ে মেখে তোমার সম্মুখে বসেছি।
তোমার স্পন্দনের কাছে,যেখানে তোমার স্বপ্নেরা
রক্ত মেখে ব্যথাতুর শুয়ে আছে।
আমি বাড়িয়েছি সুশীতল হাত, ছুঁয়ে দেখ একবার।
চিতার ও তো দাহ জুড়াবার নদী দরকার।
বয়ে চলার ধর্ম নিয়ে নদী বেঁচে থাকে স্রোতের গতি ছায়ায়
প্রতিটি সম্পর্ক বেঁচে থাকে মানুষের ভালোবাসায়...