কত পথ পরিত্যক্ত দুপুর পেরিয়ে
আমি পৌঁছে যাই শালবীথির জঙ্গল।
গহন অরণ্যের বৃক্ষ সমারোহ দেখব বলে
আমি ভালোবাসার ডানা মেলি রোদ্দুরে,
প্রেম প্রীতি ভালোবাসার অপ্রয়োজনীয় আড়াল কর।
সবুজে সবুজে ঢেকে দেব হলুদ পাতার দুঃখ।
অরণ্যের বৃক্ষের মত বেঁচে থাকবে তুমি।
তুমি আছো শুধু তুমি আছো এই কথা জেনে
ঘুমোতে যাওয়ার আগে তোমার কথা ভাবি
ঘুম থেকে উঠেও...
রাতদিনের সীমানা ছাড়িয়ে পাহাড় পেরিয়ে পাকদণ্ডির পথ।
আবছায়া ছিল, তবুও নির্জন আগুনের রঙ।
নামগোত্রহীন এক জীবন শুধু
আলোর পথে জ্বলন রেখে দেখেছি এতদিন
অসম্ভব খুশি নিয়ে আস্ত মেঘ লুকোচুরি খেলে নির্জন উঠোনে।
সোহাগী আঁচল পাতো উত্তাপ বিনিময়ের।
তোমার শরীরে যে এত মায়া ছিল বুঝি নি আগে।
বুকের গভীর থেকে যে হারিয়ে গেল এইমাত্র
সে কি জানে সংসারেই থাকে নশ্বরতার প্রখর রোদ?
নিরুচ্চারে কি রেখে গেল সে পরজন্মের অঙ্গীকার?
আমি শুধু আমার ইচ্ছাবীজে জল দিই অতি সংগোপনে।
ধুলোর জীবন থেকে অনিশ্চয় ধুয়ে তুলে রাখি তার সুন্দরে
আমার আমরন অধিবাস...