আমার মনের ভাবলেশহীন ছায়াপথ খুলে গেলে
মধ্যবর্তী দিনরাতহীন সময়ে তোমার ছায়া জেগে ওঠে।
আমার মনের উঠোনে তোমার রাঙা হাতের স্পর্শ পেয়ে
মনোরম হয়ে ওঠে ভূমি—
সেও বুঝি শেকড় ডুবিয়ে দেয় ঘুম ঘুম জলে।
তুমি চলে গেছো দুরে,
তোমার বিচ্ছেদের ছায়া রয়ে গেছে আমার কাছে
সময়ের প্রবাহে আমায় দেখেছ তুমি
আর উপভোগ করেছো আমার শরীর।
বিস্মিত হয়ে ভাবতে ভাবতে আমি হারিয়ে যাই তোমার মধ্যে
স্পর্শ করি তোমার লাজুক আঁখিপল্লব,
হাত রাখি স্ফুরিত পদ্মকোরকের মত উন্মীলিত স্তনে।
তোমার প্রণয়ের তীব্র আন্দোলন উদ্বোধিত করেছিল আমার তারুন্যকে।
পরিপূর্ণতার দিকে চেয়ে দেখি এক রমনীর মন কিভাবে
ঢেউ তুলে বয়ে যায় আমার পরিশ্রান্ত আদিম শরীর বেয়ে।
নিষিক্ত ফলের মত ছায়াপথ খুলে পুনর্জীবিত করি নিজেকে
আমার কবিতার অমিত নৈপুণ্যে।
আসলে বুঝে যাই অবাধ এক অপরিসীমায়
রাতদিনহীন সময় জুড়ে জড়িয়ে রেখেছি তোমায়...