অপরাহ্ণ বেলা জুড়ে
আজও বুকের গভীরে জেগে ওঠে লুপ্ত প্রেমের আশনাই।
সুর তুলো মনে বসন্তের রাতে মধুর নৈশ্যালাপ।
চলো আমারা হেঁটে যায় সমুদ্র সৈকতে
অঢেল ক্লান্তি মুছে আমি পেতে চাই তোমার কাঙ্খিত কোল।
আগ্রাসী ক্ষুধা জেগে ওঠে তোমার দেহে।
তুমি ঠোঁট উপুড় করে সমুদ্র পান করে জানতে চেষ্টা করো
ঢেউয়ের আত্মজীবনী। তোমার সারা শরীরে তখন নোনা পানির স্বাদ।
সেই স্বাদ নেব বলে তোমার গ্রীবায় মুখ রাখি। দিগন্তে দেখো
সীগালের দাপাদাপি। নেশার ঘোর কেটে গেলে
জেগে ওঠে মনে বহতা ঝর্নার গাম্ভীর্য্য, নগ্ন অশ্লীল।
জঙ্ঘার সন্ধিতে নিষিদ্ধ নদীর সঙ্গমে পড়ে থাকা
চাঁদের ছায়ার রাগ-অনুরাগ।
শরীরের সমস্ত ভাঁজে জলজ শ্যাওলার মরচে পড়া স্নায়ুজাল।